হরিদ্বারের খাদ্য বিভাগ প্রতারণার মামলায় বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে নোটিশ পাঠিয়েছে৷ ম্যাগির বিজ্ঞাপনে দেখা গিয়েছিল মাধুরীকে৷ সে কারণেই হরিদ্বারের খাদ্য বিভাগ মাধুরীকে প্রশ্ন করেছে, কিসের ভিত্তিতে মাধুরী ম্যাগির প্রচারে সাহায্য করছেন? কারণ ম্যাগিতে রয়েছে ব্যবহার নিষিদ্ধ উপকরণ৷ ওই নোটিশে মাধুরীর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়েছে৷
এবিপি আনন্দ জানায়, নোটিশে ১৫ দিনের মধ্যে ‘ধাক ধাক গার্ল’ মাধুরীর জবাবদিহি চাওয়া হয়েছে৷ নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না দিলে তার বিরুদ্ধে মামলা করা হবে৷
ম্যাগিতে ক্ষতিকর রাসায়নিক পাওয়ার পর পরই ভারতের স্বাস্থ্য দফতর নুডুলসটি নিষিদ্ধ করার জন্য পরামর্শকের মতামত চায়।
হরিদ্বার খাদ্য বিভাগের তরফ থেকে এই নোটিশ মিস গাইডিং ও মিস রাইডিংয়ের ভিত্তি সেকশন চব্বিশের ভিত্তিতে জারি করা হয়েছে৷ খাদ্য সুরক্ষা বিভাগ গোটা দেশের পাশাপাশি হরিদ্বারেও ম্যাগির বিরুদ্ধে তদন্ত অভিযান পরিচালনা করে। বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তারা মাধুরীর জবাবের অপেক্ষা করছে৷