সৌদি পৌঁছেছে ৫৮ হজ ফ্লাইট

সৌদি পৌঁছেছে ৫৮ হজ ফ্লাইট।

হজযাত্রার পঞ্চম দিনে সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা আটটা পর্যন্ত ৫৮টি ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেছে।
এসব ফ্লাইটে ২১ হাজার ৩২১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে ৭ হাজার ৬৯৭ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে এবং ৮ হাজার ৩১৩ জন সৌদি এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন।

সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ১২ হাজার ৬৭৬ জন হজযাত্রী। যথাসময়ে ও নির্বিঘ্নে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন হাজিরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.