ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন।
বেলা ১১ টায় জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের পর তিনি এ কর্মসূচি শুরু করবেন।
বিএনপি ও এর অঙ্গ সংগঠন আয়োজিত খাবার বিতরণের বিভিন্ন পয়েন্টগুলো হচ্ছে, টিএন্ডটি মাঠ, মোহাম্মদপুর টাউল হল, ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টার, আজিমপুর বটতলা, লালবাগ বালুরমাঠ।