শাহজালালে ৭ হাজার মোবাইল ফোন জব্দ

hশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত হাজার মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

শনিবার সকাল সাড়ে ১০টায় বিমানবন্দরের ফ্রেইট ইউনিটে পরিচালিত এক অভিযানে এই মোবাইল ফোন গুলো জব্দ করা হয়।

কাস্টমস’র সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহিদুজ্জামান সরকার জানান, হংকং থেকে অবৈধভাবে আনা হয়েছে মোবাইল ফোনগুলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মোবাইলগুলো জব্দ করা হয়।

গত বৃহস্পতিবার শাহজালাল বিমানবন্দরে ৩০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার মোবাইল ফোন উদ্ধারের একদিনের ব্যবধানেই এ ঘটনা ঘটলো বলে জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.