শ্রীলঙ্কান সংগীতশিল্পীর সঙ্গে ন্যান্সি

jশ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালাম একই গান ছয়টি ভাষায় সাজাচ্ছেন। এর মধ্যে বাংলা সংস্করণে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই’- কথার গানটি লিখেছেন শফিক তুহিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। ফুয়াদের স্টুডিও পজিটিভ হাবে এর রেকর্ডিং হয়েছে।

বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া- এই ছয়টি ভাষায় গানটি তৈরি হচ্ছে। ন্যান্সির আগে একই সুরে গেয়েছেন ভারতের অরিজিৎ সিং আর মোহাম্মদ ইরফানও। শুধু পাল্টাচ্ছে গানের কথা।

শফিক তুহিন জানান, সিডি ও মুঠোফোন ছাড়া অন্যান্য ডিভাইসে গানকে জনপ্রিয় করার প্রচেষ্ট চালাচ্ছেন রাজ থিল্লাইয়ামপালাম। এরই অংশ হিসেবে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.