শ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালাম একই গান ছয়টি ভাষায় সাজাচ্ছেন। এর মধ্যে বাংলা সংস্করণে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘যেদিকে যতদূর তাকাই, তোমাকেই শুধু খুঁজে পাই’- কথার গানটি লিখেছেন শফিক তুহিন। এর সুর ও সংগীতায়োজন করেছেন কপিল। ফুয়াদের স্টুডিও পজিটিভ হাবে এর রেকর্ডিং হয়েছে।
বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কান্নাড়া- এই ছয়টি ভাষায় গানটি তৈরি হচ্ছে। ন্যান্সির আগে একই সুরে গেয়েছেন ভারতের অরিজিৎ সিং আর মোহাম্মদ ইরফানও। শুধু পাল্টাচ্ছে গানের কথা।
শফিক তুহিন জানান, সিডি ও মুঠোফোন ছাড়া অন্যান্য ডিভাইসে গানকে জনপ্রিয় করার প্রচেষ্ট চালাচ্ছেন রাজ থিল্লাইয়ামপালাম। এরই অংশ হিসেবে তিনি এই প্রকল্প হাতে নিয়েছেন।