এসএসসি পরীক্ষার ফলে দেশের প্রথম স্থান অর্জনকারী স্কুলের গৌরব অর্জন করেছে সামসুল হক খান স্কুল এ্যান্ড কলেজ।
রাজধানীর ডেমরার এ শিক্ষা প্রতিষ্ঠানটির ৭৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪০ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের সাফল্য অর্জনকারী এ স্কুলটির এর আগের সর্বোচ্চ সফলতা ছিল ২০১২ সালের এসএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করা। ১০০ এর মধ্যে পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত পয়েন্ট ৯৭ দশমিক ৮৮।
অন্যান্য বছরের মতো এবারো পাঁচটি মানদণ্ডে ঢাকা বোর্ডের সেরা ২০টি স্কুল নির্বাচন করা হয়েছে। নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাশের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি বোর্ডে এ সেরা ২০ প্রতিষ্ঠানের তালিকা করা হয়।
অপরদিকে গতবারের সেরা রাজউক উত্তরা মডেল কলেজ এবার দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে। এ প্রতিষ্ঠানটি থেকে ৫৪৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৪৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৯৬ জন। প্রাপ্ত পয়েন্ট ৯৬ দশমিক ৬৭।
গত বছরের দ্বিতীয় অবস্থানে থাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবার তৃতীয় অবস্থানে নেমে এসেছে। এ প্রতিষ্ঠান থেকে এক হাজার ৫৮১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে এক হাজার ৫৭৮ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৪১৬ জন। প্রাপ্ত পয়েন্ট ৯৬ দশমিক ৫৪।
ফল ঘোষণার পর দেশ সেরা সামসুল হক খান স্কুলে ফল প্রত্যাশী শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উচ্ছ্বাস শুরু হয়। প্রতিষ্ঠানটির সফলতায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ড. মাহবুবুর রহমান মোল্লা দ্য রিপোর্টকে বলেন, ‘এটি আমাদের প্রতিষ্ঠানের সর্বোচ্চ ফল। শিক্ষকদের আপ্রাণ চেষ্টা, গভর্নিংবডি এবং অভিভাবকদের সহযোগীতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আশা করছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
সামসুল হক খান স্কুলের শিক্ষার্থী আনোয়ার হোসেন বলে, ‘স্কুলের সাফল্যে খুবই ভাল লাগছে। শিক্ষকদের চেষ্টায়ই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।’
ঢাকা বোর্ডে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে রয়েছে- ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজ, টাঙ্গাইলের বিন্দুবাসিনী গভ. বয়েজ হাইস্কুল, মতিঝিল গভ. বয়েজ হাইস্কুল, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি, ময়মনসিংহ জিলা স্কুল, মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, নরসিংদীর এনকেএম হাইস্কুল এ্যান্ড হোমস, ঢাকার শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজধানীর সেন্ট যোশেফ হাইস্কুল, মতিঝিল মডেল হাইস্কুল, ময়মনসিংহের বিদ্যাময়ী গার্লস হাইস্কুল, রাজধানীর গভ. ল্যাবরেটরি হাইস্কুল, মতিঝিল গভ. গার্লস হাইস্কুল, ঢাকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ।