দিপীকার গানে সন্ধ্যায় নাচবেন শানু, মীম, মেহজাবিন

Dipika-2ঢাকায় এসে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী দিপীকা পাড়ুকোন। শনিবার দুপুর ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। লাক্সের একটি ক্যাম্পেইনে অংশ নিতে সন্ধ্যা ৭টায় বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজদর্শন হলে অনুষ্ঠানে হাজির থাকবেন তিনি। অনুষ্ঠানের একটি পর্বে দিপীকা অভিনীত সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে নাচবেন বাংলাদেশের তিন লাক্স সুন্দরী শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবিন।Deepika-Padukone-innner_1

কয়েক মাসে ১২ লাখের উপর ভক্ত মোবাইল ফোনে মিসডকল প্রদানের মাধ্যমে লাক্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সেখান থেকে নির্বাচিত ১ হাজার ভক্ত আজ সন্ধ্যায় দীপিকার সাক্ষাৎ পাবেন। এটিই প্রথম দিপীকার ঢাকা সফর।

আয়োজকরা জানান, অনুষ্ঠান দুটি অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশে দীপিকাকে নিয়ে প্রোডাক্ট ক্যাম্পেইন করা হবে। দ্বিতীয় পর্বে দিপীকা অভিনীত বিভিন্ন সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করবেন শানারেই দেবী শানু, বিদ্যা সিনহা মীম ও মেহজাবিন। কোরিওগ্রাফির একটি বড় ভূমিকায় রয়েছেন দেশের প্রখ্যাত ড্যান্সার-কোরিওগ্রাফার ওয়ার্দা রিহাব।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.