বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরীব ও দুস্থদের মাঝে প্রথম দিন খাবার বিতরণ করলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সর্বশেষ পুরান ঢাকার নর্থ সাউথ রোডের দুটি স্থানে খাবার বিতরণ শেষে তিনি গুলশানের বাসার উদ্দেশে রওনা হয়েছেন।
শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগর টিএ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন তিনি। ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর টাউন হল, আজিমপুর, লালবাগ বালুর মাঠ, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাঁওসহ মোট ২৬টি স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন খালেদা জিয়া।
খাবার বিতরণ কর্মসূচিতে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম থান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন সিনিয়র নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় কবর প্রাঙ্গণে হাজার হাজার নেতাকর্মী বুকে কালো ব্যাজ ধারণ করে নীরবে দাঁড়িয়ে থেকে তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান।
কবর প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলেও অংশ নেন খালেদা জিয়া।
এ সব কর্মসূচিতে দলের চেয়ারপারসনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপাসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, শাহজাহান ওমর, মুশফিকুর রহমান, এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মাহবুবউদ্দিন খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, গাজী মাজহারুল আনোয়ার, কবির মুরাদ, নুর মোহাম্মদ খান, মাসুদ আহমেদ তালুকদার, আবদুস সালাম আজাদ, হাবিবুর রহমান হাবিব, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, হাবিব-উন-নবী খান সোহেল, শামীমুর রহমান শামীম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, এ বি এম মোশাররফ হোসেন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অঙ্গসংগঠনের আনোয়ার হোসাইন, নুরুল ইসলাম খান নাসিম, আবু সাঈদ খান, ইশতিয়াক আজিজ উলফাত, এম এ মালেক, মনির খান, নুরী আরা সাফা, শিরিন সুলতানা, হেলেন জেরিন খান, রেহানা আক্তার রানু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নিলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, শ্যামা ওবায়েদ, তকদির হোসেন জসিম, রফিকুল ইসলাম মাহতাব, হুমায়ুন ইসলাম খান, মীর সরফত আলী সপু, মনির হোসেন, রাজিব আহসান, আকরামুল হাসান, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার পুষ্পস্তবক অর্পণের পর মহানগর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, ড্যাব, ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন (এ্যাব), ওলামা দল, মৎস্যজীবী দল, তাঁতীদল, ছাত্রদল, সম্মিলিত পেশাজীবী পরিষদসহ সমমনা বিভিন্ন সংগঠন আলাদাভাবে শহীদ নেতার কবরে শ্রদ্ধা জানায়।
২০ দলীয় জোটের পক্ষে জাগপা, লেবার পার্টি, ন্যাপের পক্ষ থেকেও পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
মাজার প্রাঙ্গণে ড্যাব ও জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) উদ্যোগে দুটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি হয়। এতে ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও জিসাস সভাপতি আবুল হাশেম রানা উপস্থিত ছিলেন।