ফখরুল ইসলাম, রিয়াদ সৌদি আরব : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে মোট ৮০ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পাস করেছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, জেদ্দার (বাংলা শাখা) প্রিন্সিপ্যাল রফিকুল ইসলাম প্রতিবেদককে জানান, আমাদের স্কুল থেকে এ বছর ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতিত্বের সাথে পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ (A+) পেয়েছে ৩১ জন, জিপিএ-৪(A) পেয়েছে ৩৮ জন, জিপিএ-৩.৫(A-) পেয়েছে ১০ জন এবং জিপিএ ৩(B) পেয়েছে ১ জন।
এদিকে, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রিয়াদ (বাংলা শাখা) শাখার প্রিন্সিপ্যাল বদরুল আলম মুঠোফোনে দ্য রিপোর্ট প্রতিবেদককে জানান, এ বছর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল রিয়াদ (বাংলা শাখা) থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ১৮ জন জিপিএ-৫সহ মোট ৭৯ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে পাস করেছে।