গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জের শিরোপা জিতেছে এলসিবিএস ঢাকা

globalঢাকা ৩০ মে ২০১৫: সিআইএমএ (চার্টার্ট ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস) আয়োজিত এ বছরের গ্লোবাল বিজনেস চ্যালেঞ্জের শিরোপা জিতেছে এলসিবিএস ঢাকা, লাইমেরিক কলেজ অব বিজনেস স্টাডিজের শিক্ষার্থীরা। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আলফা স্কোয়াড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিসস্ট্রেশনের চেক মেট।

বারক্লেস ব্যাংকের সহযোগিতায় গতকাল রাতে, ২৯ মে, ২০১৫ (শুক্রবার) এ প্রতিযোগিতার আয়োজন করে সিআইএমএ।

আগামী প্রজন্মের ব্যবসায়িক নেতৃত্ব খুঁজে বের করতে ২০১৫ সালের সিআইএমএ জিবিসি একটি আন্তর্জাতিক ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বে পৌঁছাতে শিক্ষার্থীরা বাস্তব ব্যবসায়িক সমস্যার বিশ্লেষণ ও এর উদ্ভাবনী সামাধান উপস্থাপন করেছেন।

২০১৫ সালের সিআইএমএ জিবিসি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ২১৪’টির বেশি দল নিবন্ধন করেছিল। অঞ্চল-ভিত্তিক চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের সেরা দলগুলোর সাথে প্রতিযোগিতা করে ‘এলসিবিএস ঢাকা’ দলটি চ্যাম্পিয়ন হয়ে গ্লোবাল ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করেছে। ব্যবসায়িক জ্ঞান, উপস্থাপন কৌশল ও বিচাকরদের প্রশ্নে উত্তর প্রদানের দক্ষতার ভিত্তিতে দলগুলোকে যাচাই করা হয়েছে।

চার্টার্ট ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস (সিআইএমএ) ১৯১৯ সালে প্রতিষ্ঠিত বিশ্বের শীর্ষস্থানীয় ম্যানেজেমেন্ট অ্যাকাউন্টিং পেশাজবীদের সংগঠন যাদের ১৭৮টি দেশে ২ লাখ ২৮ হাজারের বেশি সদস্য ও শিক্ষার্থী রয়েছে এবং ব্যবসায়িক প্রাণ কেন্দ্রে থেকে কার্যক্রম পরিচালনা করে।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ন্যাশনাল ফাইনান্স ডিরেক্টর লি টেইলর এফসিএমএ, সিজিএমএ, এরিকসন বাংলাদেশ লিমিটেডের চিফ ফাইনান্সিয়াল অফিসার জেসমিন এহসান, এনভয় গ্রুপের ডিরেক্টর তানভীর আহমেদ ও এশিয়া এনার্জি কর্পোরেশন (বিডি) প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার গেরি লি উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.