ঢাকা, মে ৩০, ২০১৫: গ্রাহকদের জন্য “গ্রেশিয়াস লিভিং” এর মূলমন্ত্র নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে কোহলার কিচেন অ্যান্ড বাথ। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠানটি ঢাকায় প্রথম শো-রুম উদ্বোধন করেছে। ২৫০০ স্কয়ার ফিট এই স্টোরটিতে রয়েছে বিভিন্ন মূল্যমানের বাথ, ফসেট, টয়লেট, শাওয়ার হেড ও প্যানেল এবং কিচেন অ্যাকসেসরিজ সহ কোহলার এর বিভিন্ন পণ্য। শো-রুমটি উদ্বোধন করেন সলিল সদানন্দন, কোহলার এর ম্যানেজিং ডিরেক্টর, কিচেন অ্যান্ড বাথ, সাউথ এশিয়া অ্যান্ড সাব-সাহারা আফ্রিকা। এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ লাইফস্টাইল এর ম্যানেজিং ডিরেক্টর মশিউর রহমান।
কিচেন ও বাথ প্রডাক্টস এর কোহলার বিশ্বের অগ্রণী প্রতিষ্ঠান। ব্র্যান্ড হিসেবে কোহলার অভিনবত্ব ও ডিজাইনের সমার্থক যা পণ্য ব্যবহারের অসাধারন অভিজ্ঞতা সৃষ্টি করে। এর মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংস্কৃতি থেকে উদ্বুদ্ধ ও হস্ত নির্মিত সম্ভার “আর্টিস্ট এডিশন”, ডিটিভি প্লাস সহ সম্পূর্ণ স্বয়ংক্রিয় শাওয়ার এবং বাথরুমের জন্য ভেইল ওয়াল হাং।
প্রতিষ্ঠানটির মূল মন্ত্র হচ্ছে সবার জন্য “গ্রেশিয়াস লিভিং” এ উৎকর্ষ সাধন করা। বর্তমানে ৬ টি মহাদেশে ৫০টিরও বেশি উৎপাদন কারখানা থেকে ৩০,০০০ এর ও বেশি কোহলার কর্মী বিশ্বের প্রতিটি কোণায় এই মূলমন্ত্র ছড়িয়ে দিতে কাজ করছে।
বাংলাদেশের বাজার ক্রমবর্ধনশীল এই খাতের বর্তমানে আকার প্রায় ১০০ কোটি টাকা। রাজধানী ঢাকায় বিলাসবহুল সামগ্রী ব্যবহারের পরিমান বাড়ছে এবং বাথরুম খাতও বৃদ্ধি পাচ্ছে। গ্রাহকরা এক্ষেত্রে আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের ভিন্নতা খোঁজে।
হসপিটালিটি খাত এবং উচ্চ মানের আবাসিক প্রকল্পের প্রবৃদ্ধির ফলে ঢাকা, কক্সবাজার ও চট্টগ্রামে নামকরা হোটেল প্রকল্পগুলো কার্যক্রম বিস্তৃত করছে। এই আলোকে বাংলাদেশে সেবা নিয়ে আসার সঠিক সময় এখন কোহলারের।
ঢাকায় কোহলারের প্রথম শো-রুম হলো “এক্সিকিউটিভ লাইফস্টাইলস লিমিটেড” এবং এর ঠিকানা ১৮৭-১৮৮/বি, তেজগাও শি/এ, ঢাকা ১২০৮। স্টোরটি এখন গ্রাহকদের জন্য উন্মুক্ত।
ঢাকার এই নতুন শো-রুমটি চালু করা হয়েছে আধুনিক, মানসম্মত ডিজাইন এবং বহুমুখী উপযোগিতা সম্পন্ন পণ্যের উচ্চ চাহিদার উপর ভিত্তি করে। যারা এই সব পণ্যের মাধ্যমে একটি বিলাসবহুল অভিজ্ঞতা গ্রহন করতে আগ্রহী তাদের সেবা প্রদান করতে এই শো-রুমটি নিয়োজিত থাকবে। এখানে প্রাপ্য প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে এন্টিলিয়া ওয়েইডিং পুল, প্যালেন গ্লাস ভেসেল, মারাকেশ, কেরিং ইন্ট্রিগ্রেটেড টয়লেট, রিভার বাথ হোয়ার্লপুল, লরেট আয়রন ওয়ার্কস ল্যাভ ও ফসেট ইন অয়েল রাবড ব্রোঞ্জ এর বাথ টাব সহ আরো অনেক কিছু।
সলিল সদানন্দন, কোহলার এর ম্যানেজিং ডিরেক্টর, কিচেন অ্যান্ড বাথ, সাউথ এশিয়া অ্যান্ড সাব-সাহারা আফ্রিকা বলেন, “বাংলাদেশে কোহলারের যাত্রা নিয়ে আমরা আনন্দিত। আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুযোগ এবং আমরা অভিনব ডিজাইনে প্রথমবারের মতো লাক্সারি বাথরুম ফিটিং নিয়ে এসেছি। অত্যাধুনিক ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি কোহলারের পণ্যের প্রধান প্রেরণা হচ্ছে শিল্পকলা। আর আমাদের পণ্যগুলো ডিজাইন করা হয় এককের সুঅবস্থা এবং অসাধারন ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করতে।”
বিস্তারিত জানতে http://www.kohler.co.in/
কোহলার
১৮৭৩ সালে যুক্তরাষ্ট্রের উইসকনসিন এর কোহলারে অবস্থিত কোহলার কো: আমেরিকার সবচেয়ে পুরাতন ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। কিচেন ও বাথ প্রডাক্ট, ইঞ্জিন ও পাওয়ার জেনারেশন সিস্টেম, কেবিনেটরি, টাইল ও হোম ইন্টেরিয়র এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হসপিটালিটি ও বিশ্বমানের গলফ এর জন্য বিশ্বের অগ্রণী প্রতিষ্ঠান কোহলার। বিশ্বব্যাপী ৬ টি মহাদেশে কোহলারের ৩১,০০০ এর ও বেশি কর্মী, ৪৯টি উৎপাদন কারখানা এবং বহুসংখ্যক সেলস অফিস রয়েছে।