হেলিকপ্টারে কুমিল্লায় অনুষ্ঠানে যোগ দিলেন এমপি একরাম

akram_bচট্টগ্রাম: চট্টগ্রাম থেকে হেলিকপ্টারযোগে কুমিল্লায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

শনিবার বেলা বারটায় এম এ আজিজ স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে চড়েন তিনি। তার সফর সঙ্গী হন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

শনিবার দুপুর সাড়ে এগারটার দিকে এম এ আজিজ স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি। এসময় বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস তাকে স্বাগত জানান।

বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে স্টেডিয়ামে প্রবেশ করে সাবেক কৃতি ফুটবলার একরামুল করিম চৌধুরী স্টেডিয়ামের কর্মচারীদের খোঁজ খবর নেন। তাদের সবার জন্য পাঁচ’শ টাকা করে দেন তিনি।

এসময় জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছিলেন। তাদের খেলাধুলারও বিভিন্ন খোঁজ খবর নেন তিনি। ক্রিকেটারদের দুপুরের খাবারের জন্য পাঁচ হাজার টাকা দলের ব্যবস্থাপক শওকত হোসাইনের হাতে দেন।

সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেন,‘এম এ আজিজ স্টেডিয়ামে আসলে আমি স্মৃতিকাতর হয়ে পড়ি। এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। স্টেডিয়ামের কর্মচারি থেকে কর্মকর্তা পর্যন্ত সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে।’

তিনি বলেন,‘কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ফুড প্যালেস নামে একটি রেস্তোরাঁ নির্মাণ করা হয়েছে। আজকে সেটি উদ্বোধন করা হবে। সময় স্বল্পতার কারণে অনুষ্ঠানটিতে হেলিকপ্টারে যোগ দিতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের জন্য রেস্তোরাঁটি খুবই উপকারে আসবে।’

শনিবার দুপুরে ফুড প্যালেসের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ও নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.