ঢাকা : বিএনপি নয়, জাপার সঙ্গে সংলাপ হতে পারে বলে মন্তব্য করেছেন এইচ টি ইমাম।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশের সফরের আগে বিএনপির পক্ষ থেকে জাতীয় ইস্যুতে ঐকমত্য তৈরির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যকার একটি বৈঠকের আহ্বানকে নাকচ করে দিয়েছে সরকার।
তবে সরকার বলছে, এ ধরনের কোনো বৈঠক করতে আমরা আগ্রহী নই।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসছেন আগামী ৬ জুন। এ সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো ঘোষণা করা না হলেও, দুই দেশের মধ্যকার বেশ কিছু অমীমাংসিত ইস্যু আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোদির সফরে ছিটমহল বিনিময়ে স্থল-সীমান্ত চুক্তি সইয়ের সম্ভাবনা খুবই বেশি, আলোচনায় আসতে পারে তিস্তা নদীর পানি চুক্তিসহ দুই দেশের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগের বিষয়।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, এসব ইস্যু নিয়ে মোদির সঙ্গে আলোচনার আগে একটি ঐক্যমত্য তৈরির জন্যই তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের চেয়ারপারসনের একটি বৈঠক আশা করছেন।
তিনি বলেন, ‘সরকার যাতে ইস্যুটি এমনভাবে উপস্থাপন করতে পারে যে এসব ইস্যুর প্রতি দল-মত নির্বিশেষে সকলের সমর্থন আছে’।
তবে এ ধরনের কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা সংসদে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে পারেন, তবে বিএনপির সঙ্গে আলোচনা করতে আগ্রহী নন।
‘আমার মনে হয় না এটিকে বিশেষ কোনো গুরুত্ব দেয়ার কারণ আছে। আমরা বসলে, সংসদে বিরোধী দল জাতীয় পার্টির সাথে বসতে পারি’ বলেন এইচ টি ইমাম।
এসব ইস্যুতে তারা কোনো ভিন্নমত তুলে ধরতে চান কিনা জানতে চাইলে আসাদুজ্জামান রিপন বলেন, ভিন্নমত নয়, বরং জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।
এইচ টি ইমাম বলেন, বিএনপি সবসময়ই ভারতের বিরোধিতা করে এসেছে, এবং তাদের কারণে ভারতের সঙ্গে সম্পর্কও খারাপ হয়েছে।
বিএনপির বিরুদ্ধে ভারত বিরোধিতার অভিযোগের বিষয়ে আসাদুজ্জামান রিপন বলেন, তাদের অবস্থান কখনোই ভারতের বিরুদ্ধে ছিল না, বরং তারা দেশের স্বার্থেই কথা বলেছেন।
শুক্রবার একটি সংবাদ সম্মেলন করে ভারতের সঙ্গে বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে একটি বৈঠকের আহ্বান জানায় বিএনপি।
শনিবার জানা গেছে, এ নিয়ে লিখিতভাবে কোনো প্রস্তাব দেয়ার পরিকল্পনা নেই বিএনপির।