সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংক ডাকাতির অপারেশন কমান্ডার মাহফুজুল ইসলাম শামীম ওরফে সুমনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। সে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের নেতা।
শনিবার গভীর রাতের দিকে অভিযান চালিয়ে রাজধানীর মধ্যবাড্ডার তেতুলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার সার্কেল এএসপি নাজমুল হাসান ফিরোজ পরিবর্তনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
তিন আরো জানান, শামীম সাভারের আশুলয়িায় বাংলাদশে কর্মাস ব্যাংক ডাকাতরি সময় অপারশেন কমান্ডারের দায়িত্বে ছিলেন।
আটককৃত জঙ্গী নেতা এবং ডাকাতি হোতার বাড়ি শেরপুর জেলার নারাণপুরে।
এএসপি নাজমুল জানান, ব্যাংক ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত শামীমসহ মোট ১১ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরো জানান, আজ বেলা ৩টায় সংবাদ সম্মেলনে শামীমের আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের একটি শাখায় সশস্ত্র হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংক ম্যানেজারসহ আট জন নিহত হন, আহত হন অন্তত ২০ জন। ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হলো।