ঢাকা-মাওয়া মহাসড়কে রোববার সকাল থেকে ফের বাস ধর্মঘটের ডাক দিয়েছে মাওয়া বাস মালিক সমিতি। বাস প্রতি ৪০ টাকা টোল আদায়ের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
বাস মালিক সমিতির অভিযোগ বিআইডব্লিউটিএ সম্প্রতি কার পার্কিং ইয়ার্ড ইজারা দিয়েছে। এর ফলে শিমুলিয়া ঘাটে বাস মালিকদের কাছ থেকে বাস প্রতি ৪০ টাকা টোল আদায় করা হচ্ছে।
এর প্রতিবাদে সকাল থেকে ঢাকা-মাওয়া রুটে বাস ধর্মঘট চলছে। তবে দূরপাল্লার বাস চলাচল এ ধর্মঘটের আওতামুক্ত।
মাওয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুস খান জানান, সকাল থেকে বাস মালিকদের ধর্মঘট চলছে। এতে মাওয়া ঘাট থেকে বাস ছেড়ে যায়নি। তবে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।