ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬-৭ জুনের ঢাকা সফরের সময় তিস্তার পানিবণ্টন চুক্তি হচ্ছে না। এ কথা সরাসরি জানিয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।
বিষয়টি স্রেফ দ্বি-পাক্ষিক নয় এর সঙ্গে পশ্চিমবঙ্গও জড়িত, সে কারণে তিস্তার ব্যাপারে এখনো কোনও সমঝোতায় পৌঁছানো যায়নি, রোববার দিল্লিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন তিনি।
ভারতের সংবাদমাধ্যমগুলো এ খবর দিচ্ছে।
মোদি সরকারের কূটনীতির এক বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন করছিলেন সুষমা স্বরাজ।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে সঙ্গী হচ্ছেন, তবে তা তিস্তার জন্য নয়, স্থল সীমান্ত চুক্তির জন্য।