শাহজালাল বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ

jabddo_sm_892338293ঢাকা: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্রেইট থেকে ৫০ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ।

সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে ওষুধগুলো জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) শাহিদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ওষুধগুলো ডাস্টবিনের পাশে পড়েছিল। তবে প্যাকেটের গায়ে কোনো নম্বর বা কোম্পানির নাম লেখা ছিল না। ধারণা করা হচ্ছে, প্রিভেন্টিভ বিভাগের তৎপরতায় কেউ রেখে চলে গেছেন। এসব ওষুধ ক্যান্সার, কিডনি ও গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.