ক্ষতিপূরণ পাচ্ছেন নিখোঁজ বিমান যাত্রীদের স্বজনরা

malaysia-air
এভিয়েশন নিউজ: ক্ষতিপূরণ পাচ্ছেন নিখোঁজ মালয়েশিয়ান বিমানের যাত্রীদের স্বজনরা। ইতোমধ্যেই সাত নিখোঁজ যাত্রীর পরিবার ক্ষতিপূরণের প্রথম কিস্তি গ্রহণ করেছেন।

মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমাকারী জার্মান প্রতিষ্ঠান অ্যালাইয়েন্স এই ক্ষতিপূরণ দিচ্ছে।

শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিজন নিখোঁজ যাত্রীর বিপরীতে প্রথম কিস্তিতে ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হচ্ছে। স্বজনরা ১ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।

তবে বিমান সম্পর্কে এখনও দফা-রফা না হওয়াতে সব অর্থ একসাথে প্রদান করা হচ্ছে না।

এই সম্পর্কে মালয়েশিয়ার সরকার জানিয়েছে, নিখোঁজ বিমান উদ্ধার কার্যক্রম সমাপ্ত হওয়ার পরেই পূর্ণ ক্ষতিপূরণ দেয়া হবে।

ক্ষতিপূরণ গ্রহণকারীদের মধ্যে ছয় মালয়েশিয়ান ও এক চীনা যাত্রীর পরিবার রয়েছেন। এই পরিবারগুলোর প্রত্যেকটি ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছে।

অবশ্য, বেশিরভাগ নিখোঁজ যাত্রীদের পরিবার এই ক্ষতিপূরণ প্রত্যাখান করেছে। এর বিপরীতে বিমানের খোঁজ চালাতে এই স্বজনরা নিজেরাই ৫০ লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে গায়েব হয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ ফ্লাইট। এই বিমানে চীনা ও মালয়েশিয়ান মিলিয়ে মোট ২৩৯ জন যাত্রী ছিল।

বাংলাদেশসহ ২৬টি দেশের যৌথ প্রচেষ্টার পরেও বিমান সম্পর্কে নিশ্চিত কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.