ইলেকট্রনিক্স পণ্য আমদানিতে বাড়তে পারে শুল্ক

bajetদেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতে আগামী ২০১৫-১৬ অর্থবছরে ইলেকট্রনিক্স পণ্য আমদানিতে শুল্ক হার বাড়ানো হতে পারে। বিশেষ করে বিলাসসামগ্রী যেমন এলইডি টিভি, এলইডি প্যানেল, এসি এবং এসির কম্প্রেসারসহ যন্ত্রাংশ, ফ্রিজ ও ফ্রিজের যন্ত্রাংশ, মোটরসাইকেলের সম্পূরক শুল্ক হার বাড়তে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানায়, টেলিভিশন আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্কসহ সর্বমোট ৯২ শতাংশ শুল্ককর রয়েছে। অপরদিকে এলইডি টিভি তৈরির মূল উপকরণ এলইডি প্যানেল আমদানিতে ১০ শতাংশ শুল্কসহ ৩৭ শতাংশ শুল্ককর রয়েছে। এ জাতীয় প্যানেল আমদানির পর তা সংযোজন করে পূর্ণাঙ্গ টেলিভিশন তৈরি করা হচ্ছে। তাই দেশে পূর্ণাঙ্গ টেলিভিশন উৎপাদন উৎসাহিত করতে বিযুক্ত অবস্থায় আমদানি কার এলইডি প্যানেলের শুল্ক হার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। এতে বর্তমানের চেয়ে অতিরিক্ত ৪০ কোটি টাকা রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে।

একই যুক্তিতে ফ্রিজ ও ফ্রিজের যন্ত্রাংশ এবং এসি ও এসির কম্প্রেসারসহ যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হার বাড়ানো হতে পারে।

এ ছাড়া বিযুক্ত মোটরসাইল (সিকেডি) আমদানিতে সম্পূরক শুল্ক হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪৫ শতাংশ করা হতে পারে। কারণ অন্যান্য যানবাহন বিযুক্ত অবস্থায় রং বিহীন আমদানি করা হলেও মোটরসাইকেল রং করা অবস্থায় আমদানি করা হচ্ছে। শুধুমাত্র পূর্ণাঙ্গ মোটরসাইকেল আমদানি করে জোড়া দেয়া হচ্ছে। তাই দেশে যন্ত্রাংশ উৎপাদন কারখানা হচ্ছে না।

সিকেডি মোটরসাইকেল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানো হলে বর্তমানের চাইতে অতিরিক্ত ৩০০ কোটি বেশি শুল্ক আদায় হবে বলে প্রাক্কলন করেছে এনবিআর।

রড তৈরির মূল উপকরণ বিলেট উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে বিলেট আমদানিতে ৫ হাজার টাকা হারে স্পেসিফিক ডিউটি কার্যকর রয়েছে। দেশীয় উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে স্পেসিফিক ডিউটি বাড়িয়ে টনপ্রতি ৭ হাজার টাকা করা হতে পারে। এতে অতিরিক্ত ২০০ কোটি টাকা রাজস্ব আদায় হবে।

মূলধনী যন্ত্রপাতি আমদানির আড়ালে মুদ্রা পাচার করা হচ্ছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শতভাগ রফতানিমুখী শিল্পে ব্যবহৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানিতে শুল্ক আরোপ করা হতে পারে। বর্তমানে শতভাগ রফতানিমুখী শিল্পে ব্যবহৃত মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধা ভোগ করছে। আগামী অর্থবছর থেকে কতিপয় শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ১ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে।

সূত্র আরও জানায়, ২০১৬ সালে নতুন ভ্যাট আইন কার্যকর করা হলে সব পণ্য আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হবে। তাই আগামী অর্থবছর থেকে বেশকিছু পণ্যে সম্পূরক শুল্ক উঠিয়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.