এভিয়েশন নিউজ: বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের বহরে যুক্ত হয়েছে নতুন এমবেরার ইএমবি-১৪৫ মডেলের একটি উড়োজাহাজ।
বৃহস্পতিবার নভোর তৃতীয় এ উড়োজাহাজটি দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে নভো এয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আধুনিক প্রযুক্তি সম্পন্ন ৪৯ আসনের এ উড়োজাহাজটি দিয়ে যাত্রীদের সেবার মান আরো উন্নত করার আশা নভো এয়ারের।
গত বছরের ৯ জানুয়ারি যাত্রা শুরু করে নভো এয়ার। গত ২ জানুয়ারি আন্তর্জাতিক আকাশে পা রাখার ছাড়পত্র পায় তারা।
প্রাথমিক ভাবে এ উড়োজাহাজটি দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানানো হয় নভোর সংবাদ বিজ্ঞপ্তিতে।
এটি ছাড়াও নভোর বহরে আরো দুটি এমবেরার ইএমবি-১৪৫ মডেলের উড়োজাহাজ রয়েছে।
বাংলাদেশের ভেতরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোরে ফ্লাইট চালায় বিমান সংস্থাটি।