‘হরতাল-অবরোধ বন্ধে আইন হচ্ছে না’

ainদেশে আপতত হরতাল ও অবরোধ বন্ধে কোনো আইন প্রণয়নের পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি জানান, আপতত বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধে নাশকতাকারীদের বিচারের জন্য কোনো বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে না বরং প্রচলিত আইনেই বিচার কার্য পরিচালিত হবে।

সোমবার বিকেলে দশম জাতীয় সংসদের ষষ্ঠ এবং দ্বিতীয় বাজেট অধিবেশনে মো. তাজুল ইসলাম ও সেলিনা বেগমের পৃথক দুটি প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

আনিসুল হক বলেন, “হরতাল-অবরোধ বন্ধ করার লক্ষে কোনো আইন প্রণয়ণের পরিকল্পনা আপাতত সরকারের নেই। হরতাল-অবরোধ ও বিভিন্ন প্রকার নাশকতার নামে দেশের জনসাধারণ ও তাদের জানমাল যারা ধ্বংস করেছে তাদের বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’র আওতায় এনে শাস্তির বিধান রয়েছে।”

তিনি বলেন, “এ আইনের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বিগত দিনগুলোতে সংঘঠিত বিভিন্ন অপরাধের জন্য সারাদেশে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলার বিচার কাজ যাতে থেমে না থাকে, সেজন্য সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’র ২৮ ধারার ১ ও ২ উপধারার বিধান অনুযায়ী সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও বিচারক নিয়োগ না হওয়া পর্যন্ত একই আইনের ২৭ ধারার বিধান অনুযায়ী দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের মাধ্যমে এসব মামলার বিচার কাজ পরিচালনা করা যাবে।”

এ জন্য ২০১৪ সালের ৯ জানুয়ারি মন্ত্রণালয় থেকে সব জেলা ও দায়রা জজকে পরিপত্র জারি করে একটি নির্দেশও দেওয়া হয়’ উল্লেখ করেন তিনি।

সেলিনা বেগমের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “বিএনপি-জামায়াত জোটের তথাকথিত অবরোধের নামে নাশকতার ঘটনায় দায়ের করা মামলাগুলো যেসব অপরাধের জন্য দায়ের হয়েছে সেসব আপরাধগুলো সুনির্দিষ্ট আইনে সন্নিবেশিত আছে এবং এগুলোর বিচারের জন্য আদালত বিদ্যমান। তাই কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.