আজ থেকে ভারতের জীবনযাত্রা ১৪% বেশি ব্যয়বহুল

ind35.JPGআজ থেকে ভারতের জীবনযাত্রা ১৪% বেশি ব্যয়বহুল

আজ সোমবার থেকে ভারতের জীবনযাত্রা প্রায় ১৪ শতাংশ বেশি ব্যয়বহুল হয়ে যাচ্ছে। কারণ মোবাইল ফোন, খাওয়া দাওয়া এবং যাতায়াতসহ বিভিন্ন সেবাখাতে কর বাড়ানো হচ্ছে ১৪ শতাংশ পর্যন্ত তা কার্যকর হচ্ছে আজ থেকেই।

ভারতীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তার প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাত, রেলখাত ইত্যাদিসহ বিবিধ সেবাখাতে ১২.৩৬ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত কর বসানোর কথা বলেছিলেন। প্রস্তাবনাটি ১ জুন থেকে কার্যকর হওয়ার কথাই ছিল।

হাতেগোনা কয়েকটি খাত ছাড়া প্রায় সবগুলো খাতেই এই অতিরিক্ত কর আরোপ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.