‘কুচ কুচ লোচা হ্যায়’ ফ্লপ করল দারুণভাবে। এ নিয়ে বেশ কিছুদিন আলোচনায় ছিলেন সানি লিওন। এবার সেন্সরের তোপে পড়ে আবারও আলোচনায় এলেন। সম্প্রতি সানি অভিনীত ‘মাস্তিজাদে’ পর পর দুইবার সেন্সর বোর্ডে প্রত্যাখ্যাত হল।
মিড ডে জানায়, মুক্তির অপেক্ষায় রয়েছে সানি অভিনীত সেক্স-কমেডি ‘মাস্তিজাদে’। কিন্তু সেন্সরের কারণে সিনেমাটির ভাগ্য নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। কারণ সেন্সর বোর্ড সিনেমাটিকে ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাই প্রযোজনা সংস্থা সিনেমাটির ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে আপিল করেন।
এ নিয়ে দুইবার মিলাপ জাভেরি পরিচালিত ‘মাস্তিজাদে’কে ফিরিয়ে দিল সেন্সর বোর্ড। সিনেমাটি মুক্তির তারিখ ছিল ১ মে। কিন্তু ছাড়পত্র দেওয়া হবে না জানিয়ে প্রযোজককে চিঠি দেওয়া হয় ২৮ মে। এ জটিলতার কারণে প্রচারণাও চালায়নি প্রযোজনা প্রতিষ্ঠান।
আগে ধারণা করা হয়েছিল বোর্ড কিছু দৃশ্য বাদ দেওয়ার কথা বলবে। কিন্তু সরাসরি প্রত্যাখ্যান করবে বলে তারা ধারণা করতে পারেনি প্রযোজক।
‘মাস্তিজাদে’ সিনেমায় সানিকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। তার বিপরীতে অভিনয় করেছেন তুষার কাপুর ও ভীর দাস।