ফের মা হচ্ছেন কিম কার্দাশিয়ান (ভিডিওসহ)

Kim-kardasian‘আমি ফের রক্ত পরীক্ষা করেছি। আমি সন্তানসম্ভবা।’— সম্প্রতি আমেরিকান রিয়েলিটি শো তারকা কিম কার্দাশিয়ান এ কথা বলেন। টেলিভিশন শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’-এর একটি ভিডিও ক্লিপে খবরটি তার বোনকে দিতে দেখা যায়।

এনডিটিভি জানায়, দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন ৩৪ বছর বয়সী কিম কার্দাশিয়ান। রবিবার রিয়েলিটি শোটির একটি প্রমোশনাল ভিডিও ক্লিপ প্রকাশ হয়। এতে তিনি মা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তবে মে মাসের শুরুর দিকে কিম ই! নিউজকে জানান, তিনি দ্বিতীয় সন্তান নিতে যাচ্ছেন।

জনপ্রিয় র‌্যাপার কেনি ওয়েস্টের সঙ্গে কিম ডেট করছেন ২০১২ সাল থেকে। তাদের কন্যা সন্তান নর্থ ওয়েস্ট জন্মগ্রহণ করে ২০১৩ সালে। ২০১৪ সালে তারা ইতালীর ফোরেন্সে বিয়ে করেন। এপ্রিলে জেরুজালেমে নর্থের ব্যাপ্টাইজ হয়।

এদিকে, ভিডিওটি প্রকাশের পর টুইটারে বেশ ঝড় উঠেছে। অনেকে কিমকে শুভেচ্ছা জানিয়েছেন। আবার কেউ কেউ অনাগত শিশুটির নামও দিয়েছেন।

 

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=oIuZRHQEhHw

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.