এয়ারশো চলাকালে দুটি প্লেনের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ইতালির এড্রিয়াটিক উপকূলের টরটোরেটো সৈকতে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, রবিবার রৌদ্রজ্জ্বল দিনে এয়ারশো চলাকালে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এয়ারশো দেখতে ওই সমুদ্র সৈকতে অনেক পরিবার জড়ো হয়েছিল। দুর্ঘটনার কারণে পরে এয়ারশো বাতিল করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহত ৪৭ বছর বয়সী পাইলটের নাম মার্কো রিক্কি। সমুদ্র সৈকত থেকে দুই কিলোমিটার দূর থেকে ডুবুরীরা পরে তার লাশ উদ্ধার করে।
এছাড়া আহত ৪৩ বছর বয়সী পাইলট লুইগি উইলমো ফ্রান্সেসচেট্টিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর তিনি সৈকতে জরুরি অবতরণ করতে সক্ষম হন।
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=NSWpgaD0hcQ