এভিয়েশন নিউজ: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এবার ৮০০ গ্রাম ওজনের ১৬টি স্বর্ণবার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।
টেবিল ফ্যানের বাক্সের ভেতরে করে অভিনব কায়দায় এসব স্বর্ণবার পাচার করে নিয়ে আসছিলেন মনজুর হোসাইন নামে এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রী।
শুক্রবার ওই যাত্রী শারজাহ থেকে আসার সময় এসব স্বর্ণবার আনেন। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অভিযান চালিয়ে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে।
টেবিল ফ্যান ঘোষণা দিয়ে আনা চালানের ভেতর পাওয়া যায় ৮০ লাখ টাকা মূল্যের ১৬টি স্বর্ণের বার।
কাস্টমসের সহকারী কমিশনার অথেলো সরকার জানান, স্বর্ণ আটকের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে আটক যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।