বাংলাদেশে নয়, উদ্ধারকৃতদের নেয়া হচ্ছে অজ্ঞাতস্থানে

150529133454_myanmar_migrants_640x360_epa_nocredit_82852আন্দামান সাগর থেকে উদ্ধার করা ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে বাংলাদেশের জলসীমায় নয়, সমুদ্রে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে বলে দাবি করেছেন মিয়ানমারের একজন মন্ত্রী।

এর আগে আগে বার্তা সংস্থা রয়টার্স মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে টুটকে উদ্ধৃত করে এক খবরে জানিয়েছিল, মিয়ানমারের নৌবাহিনী এদের বাংলাদেশের জলসীমায় নিয়ে যাচ্ছে।

মিয়ানমারের তথ্যমন্ত্রী ইয়ে টুট এক এই বক্তব্য সংশোধন করে বলেছেন, বাংলাদেশে নয়, তাদের সমুদ্রের একটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য।

তিনি আরও জানিয়েছেন, এই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এদের ঠিক কোথায় নেয়া হচ্ছে, নিরাপত্তা এবর অজুহাতে সেটি জানাতে তিনি অস্বীকৃতি জানান।

গত শুক্রবার আন্দামান সাগরে এক মাছ ধরা ট্রলার থেকে এই অভিবাসীদের উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী।

উদ্ধারকৃতদের বেশিরভাগই মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের বলে মনে করা হচ্ছ। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নিজেদের নাগরিক বলে স্বীকৃতি দেয় না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.