এভিয়েশন নিউজ: সংঘাত আর সহিংসতার প্রেক্ষাপটে ইরাকে নতুন কর্মী পাঠানো আপাতত বন্ধ রেখেছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে ইরাকের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে মন্ত্রণালয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইরাকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সবাই নিরাপদে আছেন। তাদের সতর্ক থাকতে ও সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরাকে বর্তমানে প্রায় ১৪ হাজার বাংলাদেশি রয়েছে। তাদের অধিকাংশই নির্মাণ খাতে কর্মরত। আরো কয়েক হাজার বাংলাদেশি কর্মী ইরাকে চাকরি নিয়ে যাবার অপেক্ষা করছেন। ইরাকে নিরাপদ ও অনুকূল পরিবেশ ফিরে না আসা পর্যন্ত নতুন কর্মী পাঠানো স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, বাংলাদেশ আশা করছে ইরাক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় সকল নৃতাত্ত্বিক গোষ্ঠীর সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে যাবে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।