প্লাবিত সিলেটের নিম্নাঞ্চল, সুরমার পানি বিপদসীমার উপরে

Sylhet-New4টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। সুরমা কুশিয়ারা সহ বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। রাস্তাঘাট হাট বাজার প্লাবিত হওয়ায় কিছু কিছু স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বন্যার পানিতে ভেসে গেছে মৎস্য খামার। আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার মানুষ।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটের সুরমা নদী, কুশিয়ারা নদীর শেওলা, আমলসীদ পয়েন্টে ১ মিটারেরও বেশি পানি বেড়েছে।

সিলেট নগরীসহ জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানীগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় হুমকির মুখে পড়েছে কয়েক হাজার হেক্টর আউশ, ইরি ও সবজির মাঠ।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, প্রাক-বর্ষা মৌসুমে উত্তর-পূর্ব দিক থেকে বাতাস বয়ে যাচ্ছে। কিছুদিন হালকা বৃষ্টিপাত বয়ে যাবে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খালেদুর রহমান জানান, পাহাড়ী ঢলে জেলার জৈন্তাপুর উপজেলা প্লাবিত হলেও ৩-৪ ঘণ্টা পর পানি নিচে নেমে গেছে। আমাদের বন্যা মোকাবেলার প্রস্তুতিও রয়েছে।

উপজেলার প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে অনেক এলাকার গ্রামীণ রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় স্কুল কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি কম।

পাহাড়ী ঢলের কারণে দেশের বৃহত্তম পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, গোয়াইনঘাটের জাফলং, বিছনাকান্দি, জৈন্তাপুরের রাংপানি, কানাইঘাটের লোভাপাথরের সকল প্রকার কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। ফলে লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল মতিন জানান, সোমবার সকাল ৯টায় কানাইঘাটে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। এ ছাড়া সিলেটে সুরমা, শেওলা ও আমলসীদে কুশিয়ারা নদীর পানি ২৪ ঘণ্টায় ১ মিটারের বেশি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেন, “বন্যা মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। পানিবন্দীদের মধ্যে শুকনা খাবার ও নগদ টাকা বিতরণের প্রস্তুতি রয়েছে।”

এদিকে অতিবৃষ্টির কারণে সিলেট নগরীর কুয়ারপার, শেখঘাট, লালদীঘিরপার, বিলপার, ভাতালিয়া, লামাবাজার, খুলিয়াপাড়া, কলাপাড়া মজুমদারপাড়া, ঘাসিটুলা, মুন্সীপাড়া, মিরাবাজার, চালিবন্দর, উপশহর, শিবগঞ্জ, দক্ষিণ সুরমার খোজারখলা, লাউয়াই, ভার্থখলা, ঝালোপাড়া, টেকনিক্যাল রোড, মোমিনখলা, কায়স্থরাইলসহ অধিকাংশ এলাকায় হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.