ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যায় দেশটির বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে উড়িষ্যার ময়ুরভঞ্জ জেলায় বিমান বাহিনীর এ৩ ৪৯২ যুদ্ধবিমানটি এ দুর্ঘটনার কবলে পড়ে। তবে, বিধ্বস্ত হওয়ার আগেই নিরাপদে অবতরণ করেন যুদ্ধবিমানের দুই পাইলট।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বিকেলে জানায়, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় তৎক্ষণাৎ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।