এভিয়েশন নিউজ: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট ছেড়ে যাওয়া ও আসার সময়সূচি পুনর্নির্ধারণ করল সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইনস ইতিহাদ এয়ারওয়েজ।
আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন এ সময়সূচি অনুযায়ী প্রতিদিন ঢাকা থেকে আবুধাবির উদ্দেশে ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৫৩ ছাড়বে ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে। এছাড়া আবুধাবি থেকে ফ্লাইট ইওয়াই২৫৮ ছেড়ে আসবে আবুধাবির স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে।
ফ্লাইটের এ নতুন সময়সূচির জন্য নিউইয়র্ক, বার্লিন, ব্রাসেলস, ডাবলিন, ডাজেলডোর্ফ, ফ্রাংকফুর্ট, জেনেভা, লন্ডন, ম্যানচেস্টার, মিলান, মিউনিখ, প্যারিসসহ মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল এবং আফ্রিকার বেশকিছু গন্তব্যসহ ইতিহাদ এয়ারওয়েজের অন্যান্য গন্তব্যে যাতায়াত হবে সহজতর ও সুবিধাজনক।
২০০৬ সালের মে মাসে ইতিহাদ এয়ারওয়েজ ঢাকায় দৈনিক ফ্লাইট চালু করে। বর্তমানে এ রুটে মিলিয়নেরও বেশি যাত্রী বহন করছে।