ঢাকা: রাজধানীর পুরান ঢাকার সিক্কাটুলি এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নির্বাপন করেছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার জানান, দুপুর পৌনে ২ টার দিকে বংশাল থানাধীন পাকিস্তান মাঠের পাশের একটি জুতার কারখানায় আগুনের সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে প্রথমে ৬ টি গাড়ি পাঠানো হয়। এরপর আরো ৩টি ইউনিট গিয়ে সোয়া ২ টার দিক আগুন নির্বাপন করে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
বংশাল থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নিকাণ্ডের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।