ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের করহার ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এর আওতায় নেই মার্চেন্ট ব্যাংকগুলো।
বৃহস্পতিবার (জুন ০৪) জাতীয় সংসদে উত্থাপিত ২০১৫-১৬ অর্থবছরে বাজেটে এ প্রস্তাব রাখেন তিনি।
এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানকে আগের মতোই ৪২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।
অর্থমন্ত্রী পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্য প্রতিষ্ঠানের করপোরেট করহার ২৭ দশমিক ৫০ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ করারও প্রস্তাব করেন।
বর্তমানে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর করপোরেট করহার ৪২ দশমিক ৫০ শতাংশ। মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর করহার ৪৫ শতাংশ। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে এতদিন এই হারের ওপর ৫ শতাংশ রেয়াত পেয়ে আসছিলেন তারা।
এছাড়া সিগারেট প্রস্তুতকারী কোম্পানিগুলোর করহারও ৪৫ শতাংশ এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তারাও ৫ শতাংশ রেয়াত পান।
এর বাইরের অন্যান্য কোম্পানিগুলোর করহার ৩৭ দশমিক ৫ শতাংশ।
এতদিন পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে ২৭ দশমিক ৫০ শতাংশ কর দিতে হতো। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েও ২০ শতাংশের কম লভ্যাংশ দিলে আরও ১০ শতাংশ বেশি অর্থাৎ, কর দিতে হতো ৩৭ দশমিক ৫০ শতাংশ হারেই।