যাত্রী ছাড়াই উড়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের ৪৬ বিমান

যাত্রী ছাড়াই উড়েছে পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের ৪৬ বিমান।

কোনো যাত্রী ছাড়াই পাকিস্তান আন্তর্জাতিক এয়ারলাইনসের ৪৬টি বিমানকে উড়াল দিতে হয়েছে। গণমাধ্যমের খবর অনুয়ায়ী, ২০১৬-১৭ সালের দিকে এমন ঘটনা ঘটেছে।

হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে, যাত্রী ছাড়া বিমান চলাচলের বাধ্য হওয়ায় প্রতিষ্ঠানটির ১১ লাখ ডলার ক্ষতি হয়েছে।

কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত হওয়ার পরেও কোনো তদন্ত করা হয়নি। নিরীক্ষা প্রতিবেদনে যেটাকে অবহেলা বলে আখ্যায়িত করা হয়েছে।

কেবল ৪৬টি বিমানই না, আরও ৩৬টি হজ ও ওমরাহযাত্রীবাহী বিমানকে কোনো যাত্রী ছাড়াই পরিবহন করতে হয়েছে।

এমন এক সময় এই খবর প্রকাশিত হয়েছে, যখন পাকিস্তানের অর্থনীতি খুবই নাজেহাল অবস্থায় রয়েছে।

প্যারিসভিত্তিক অর্থপাচারবিরোধী সংস্থা ফিন্যানসিয়াল অ্যাকশন টাস্কফোর্সের কালোতালিকাভুক্ত হওয়ার আশঙ্কায়ও রয়েছে দক্ষিণ এশিয়ার মুসলমান অধ্যুষিত এই দেশটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.