মা হলেন অ্যামি

মা হলেন অ্যামি।

মা হলেন ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন টু পয়েন্ট জিরোসিনেমাখ্যাত এ অভিনেত্রী।

বাগদত্তা জর্জ পানাইয়োতুর সঙ্গে একটি অ্যামির প্রথম সন্তান। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সন্তান ও স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন অ্যামি। ক্যাপশনে সন্তানের নাম জানিয়ে তিনি লিখেছেন, আমাদের অ্যাঞ্জেল, পৃথিবীতে স্বাগতম আন্দ্রেয়াস।

গত মে মাসে তাদের লন্ডনের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বাগদান পর্ব সারেন অ্যামি ও জর্জ পানাইয়োতু। এ সময় তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পায়। এর একটি ছবির ক্যাপশনে অ্যামি লেখেন, অবিশ্বাস্য একটি দিন, আমাদের বাগদান উদযাপন করছি। আমার বন্ধু ও পরিবারের সদস্যদের অনেক অনেক ধন্যবাদ, তারা এটিকে আরো বিশেষ করে তুলেছেন।

এর আগে চলতি বছরের শুরুতে ইনস্টাগ্রামে প্রেমিক জর্জ পানাইয়োতুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অ্যামি। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছিলেন, ‘২০১৯ সালের পয়লা জানুয়ারি, আমাদের জীবনের নতুন অ্যাডভেঞ্চার শুরু। আমি তোমাকে ভালোবাসি। আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী নারী বানানোর জন্য তোমাকে ধন্যবাদ।’ছবিতে এ অভিনেত্রীর বাম হাতের অনামিকাতে একটি হীরের আংটিও দেখা যায়। তখন থেকেই প্রেমিকের সঙ্গে অ্যামির বাগদানের গুঞ্জন শুরু হয়। এরপর গত ৩১ মার্চ, মা হওয়ার ঘোষণা দেন তিনি।

২০১৫ সালে এক বন্ধুর মাধ্যমে ব্রিটিশ যুবক জর্জ পানাইয়োতুর সঙ্গে পরিচয় হয় অ্যামি জ্যাকসনের। গত বছরের শুরুতে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। রিয়েল এস্টেট ব্যবসায়ী আন্দ্রেস পানাইয়োতুর ছেলে জর্জ। কুইন সিটিতে তার একটি বিলাসবহুল নৈশক্লাব রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.