খুলনায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

খুলনায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত।

খুলনার ডুমুরিয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে বিকাশ (৪০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের তিন সদস্যও আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবাড়িয়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

র‍্যাব-৬ এর মেজর আশরাফ বলেন, আমাদের নিয়মিত টহল চলাকালীন রাত ১টার দিকে ডুমুরিয়ার ধানিবাড়িয়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধাওয়া করলে তারা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে তারা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা জানান তার নাম বিকাশ। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৫৫ বোতল ফেনসিডিল, ২২০ পিস ইয়াবা ও গুলি উদ্ধার করা হয়েছে।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বিকাশকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেছেন। সে কৈয়াবাজার এলাকার ধীরেন দের ছেলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.