শ্রদ্ধা কাপুরও বললেন ‘না’

শ্রদ্ধা কাপুরও বললেন ‘না’
বক্স অফিসে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নির্মাতাদের কাছে তার কদরও এখন বেশি।

সম্প্রতি শোনা যায়, লাভ রঞ্জনের একটি সিনেমায় অজয় দেবগন, রণবীর কাপুরের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন শ্রদ্ধা। এছাড়া রামায়ণ সিনেমাতে সীতা চরিত্রে এ অভিনেত্রীকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও গুঞ্জন চাউর হয়।

যদিও পরবর্তী সময়ে এ গুঞ্জন উড়িয়ে দেন রামায়ণ সিনেমার পরিচালক নিতেশ তিওয়ার। তিনি বলেন, রামায়ণ নিয়ে শ্রদ্ধার সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি।

এবার শ্রদ্ধাও জানালেন, এ গুঞ্জন সত্যি নয়। তিনি বলেন, গুঞ্জন ওঠা দুই সিনেমার কোনোটিতেই আমাকে প্রস্তাব দেয়া হয়নি। আমি মাত্রই ছিছোরে সিনেমায় নিতেশ স্যারের সঙ্গে কাজ করেছি। তিনি এখন তার ড্রিম প্রজেক্ট নিয়ে কাজ করছেন। তার সঙ্গে কাজ করতে পারলে খুশি হবো।

শ্রদ্ধা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত দুই সিনেমা সাহো ও ছিছোরে। দুটি সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। বর্তমানে টাইগার শ্রফের সঙ্গে বাঘি-থ্রি সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া বরুণ ধাওয়ানের সঙ্গে স্ট্রিট ড্যান্সার সিনেমায় দেখা যাবে তাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.