মার্কিন গায়িকা ম্যাডোনা বর্তমানে ব্যক্তিগত জীবনে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। তাঁর সাবেক স্বামী গাই রিচির সঙ্গে ১৫ বছর বয়সী ছেলে রোকো রিচির অভিভাবকত্ব নিয়ে মামলা চলছে। রোকো বর্তমানে তাঁর বাবার কাছে আছে। আর ছেলেকে কাছে পেতে ১৯ বছর বয়সী মেয়ে লড্রিসের শরণাপন্ন হয়েছেন এই পপ সম্রাজ্ঞী। সম্প্রতি এই পপতারকা এক কনসার্টে তাঁর ছেলেকে উৎসর্গ করে একটি গান গাইতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি গত নভেম্বরের পর আর ছেলের সঙ্গে দেখা করতে পারেন নি। ওদিকে লড্রিস জানিয়েছে, সে তার মায়ের সঙ্গে রোকোর সরাসরি কথা বলানোর উদ্যোগ নিয়েছে। কিছুদিন আগে আদালত ম্যাডোনা ও গাই রিচিকে একটি চুক্তিতে আসার আহ্বান জানান। ছেলেকে নিজের কাছে রাখার এই ‘যুদ্ধ’ নিজেদের মধ্যে মিটিয়ে ফেলার নির্দেশ দেন আদালত। নিউজিল্যান্ডের কনসার্টে ‘লা ভি এন রোজ’ শিরোনামের গানটি গাওয়ার আগে ম্যাডোনা বলেন, ‘আমি এই গানটি আমার ছেলেকে উৎসর্গ করছি। ওর বয়স এখন ১৫। ছেলের প্রতি একজন মায়ের যে মমতা, এর সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। আমি যদি ওর বিষয়ে বেশি কথা বলতে যাই, তা হলে হয়তো কেঁদে ফেলব। আমি আশা করি, ও যেখানেই থাকুক, এই গান শুনছে এবং ও জানে, আমি ওর অভাব কতটা অনুভব করি।’ গান গাওয়ার আগে এভাবেই ছেলে রোকোর প্রতি নিজের মমতার কথা প্রকাশ করেন ৫৭ বছর বয়সী এই শিল্পী।
আরও খবর