কক্সবাজারের বঙ্গোপসাগরে কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিভিল এভিয়েশনের ক্যাপ্টেন রফিকুল ইসলামের নেতৃত্বে এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে। কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, কমিটি অনুসন্ধান কাজ দ্রুত শেষ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানটির ছিন্নভিন্ন বিভিন্ন অংশ উদ্ধারে কাজ চালাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড। গতকাল বুধবার বঙ্গোপসাগরের কক্সবাজার নাজিরারটেক পয়েন্টে চিংড়ি পোনাবাহী কার্গো বিমানটি বিধ্বস্ত হয়ে যায়। এতে বিমানের পাইলটসহ তিনজন নিহত হন। আহত বিমানের ক্রু ফ্লাইট ইঞ্জিনিয়ার কুলিশ নোলরিকে গত রাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও খবর