নোয়াখালীর সোনাইমুড়িতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু।
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষীরহাট ইউনিয়নে পূর্ণিমা আক্তার শিখা (১০) নামে এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) ইউনিয়নের জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। পূর্ণিমা একই গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের মেয়ে ও স্থানীয় রথি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে পূর্ণিমাকে তার তার নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলার স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।