২ কোটি টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের সুইপার আটক

২ কোটি টাকার স্বর্ণসহ বাংলাদেশ বিমানের সুইপার আটক।

শাহ আমানত বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানের সুইপারকে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ফ্লাই দুবাই ফ্লাইটের পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ করে বের হওয়ার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই সুইপারের জুতার ভেতর লুকানো অবস্থায় এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম কাস্টম হাউজের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, সকাল ১১টায় দুবাই থেকে আসা ফ্লাই দুবাই ফ্লাইটে পরিচ্ছন্নতা শেষ করে বের হওয়ার সময় প্রায় সোয়া ৪ কেজি স্বর্ণসহ ওই সুইপারকে আটক করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.