কল্যাণী চরিত্রে মম

BG_MAMO_235899013‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে. তাতা থৈথৈ, তাতা থৈথৈ, তাতা থৈথৈ’- গানে গানে মমর নামটা রবীন্দ্রনাথ ঠাকুরই তো লি্খে গিয়েছিলেন! সেই মম অভিনয় করলেন কবিগুরুর কল্যাণী চরিত্রে। ‘অপরিচিতা’ গল্প অবলম্বনে নির্মিত একটি নাটকে এ রূপে দেখা যাবে তাকে।

বৃহস্পতিবার (১০ মার্চ) থেকে এর দৃশ্যধারণ হচ্ছে গাজীপুরের কালিয়াকৈরের একটি জমিদারবাড়িতে। পরিচালনা করছেন সুমন আনোয়ার। তিনি অভিনয়ও করছেন, সঙ্গে আছেন রওনক হাসান ও শিল্পী সরকার অপু।

প্রায় সব রবীন্দ্র গল্পের নায়িকাদের নিয়ে পাঠকের কল্পনায় একটা চেনা ছবি থাকে। এজন্য এসব চরিত্রে মন জয় করা চাট্টিখানি কথা নয়। মম সেটা জানেন। তাই আগে তো পড়েছেনই, আবার গল্পটি পড়েছেন তিনি।

নির্মাতা সুমন আনোয়ার জানান, কবিগুরুর জন্মদিন উপলক্ষে আগামী পঁচিশে বৈশাখ আরটিভিতে প্রচার হবে ‘অপরিচিতা’ নাটকটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.