দেশের ছেলেদেরকে পশুতে পরিণত করা হচ্ছেঃ কামাল হোসেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে গণফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ‘দেশের ছেলেদেরকে পশুতে পরিণত করা হচ্ছে। ভয়াবহ একটা অবস্থা! এটা থেকে দেশকে মুক্ত করতে হবে।’
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আবরার হত্যার বিচার দাবি ও আইনশঙ্খলা পরিস্থিতির অবণতির পরিপ্রেক্ষিতে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. কামাল।
তিনি বলেন, ‘১০-১২টা ছেলে, এদেরকে আমি ছেলে বলব না; তারা যা ঘটিয়েছে, কোনো জন্তু জানি না, এইভাবে একটা নিরীহ লোককে পিটিয়ে হত্যা করে কি-না।’
ড. কামাল হোসেন বলেন, ‘তারা রুগ্ন। যারা রুগ্ন, তারাই এই কাজ করতে পারে। আমি এগুলো কল্পনা করতে পারি না। একটা ছেলে তার মত প্রকাশ করেছে। তাকে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হলো! সংবিধানে পরিষ্কার বলা হয়েছে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে। কেউ মত প্রকাশ করলে পিটিয়ে মারা হবে, এটা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী।’
এ ঘটনার তদন্ত করা প্রয়োজন। তদন্ত মানে তদন্তই। নামকাওয়াস্তে একটা ঘটনা ঘটানো না। অভিজ্ঞ ব্যক্তি, কীর্তিমান ব্যক্তিদের নিয়ে একটা উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার দাবি জানান কামাল হোসেন।
তিনি বলেন, ‘এই দেশকে বাঁচাতে হবে। এই দেশে পরাধীন আমলে যে ঘটনা ঘটেছে, সেই ধরনের ঘটনা আবার আমাদের এখানে ঘটবে। সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।’
এ সময় গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সায়ীদ, প্রেসিডিয়াম সদস্য মেজবাহ উদ্দিন, মহসীন রশিদ, মোকাববির খান, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন আহমেদ আফসারি, মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারি হামিম প্রমুখ উপস্থিত ছিলেন।