সানির পরীক্ষা রোববার, তাসকিনের মঙ্গলবার

taskin_2404_sunny_0_0বাংলাদেশের দৃষ্টি যখন কেবলই মূল পর্বে, তখন হঠাৎই আসে দুঃসংবাদ। বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির সাথে সাথে দারুণ ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বাংলাদেশের এই বোলারকে সাত দিনের সময়ও বেঁধে দিয়েছে আইসিসি। এই সাত দিনের মধ্যেই পরীক্ষা দিতে হবে সানি ও তাসকিনকে। এই দুই বোলারও বসে থাকছেন না। পরীক্ষা দিতে শনিবারই চেন্নাইয়ে যাচ্ছেন স্পিনার আরাফাত সানি। পরের দিন হবে তার পরীক্ষা। তবে পেসার তাসকিন আহমেদ বোরবার পর্যন্ত দলের সঙ্গেই থাকছেন। কারণ এদিনই ওমানের সঙ্গে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচে তাসকিনকে রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। তাসকিন পরীক্ষা দিতে সোমবার চেন্নাইয়ে যাবেন। মঙ্গলবার পরীক্ষা দিয়ে দ্রুতই দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। এই দুজন পরীক্ষা দিতে চলে গেলেও এদের বদলী হিসেবে কাউকে আনা হচ্ছে না বলে জানা গেছে টিম ম্যানেজম্যান্ট থেকে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান একটু অন্যরকমই বছলেন, ‘ব্যাকআপ খেলোয়াড় তৈরি আছে। ওরা লিগে খেলছে। আবার স্ট্যান্ডবাই ক্রিকেটারও আছে। আমার মনে হয় না এ জিনিসটা আমাদের ভোগাবে। এটা নিয়ে কোন চিন্তা নেই।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.