১৪ দফা দাবিতে বিমান কার্যালয় ঘেরাও

Biman-Bangladesh-Bhabanএভিয়েশন নিউজ: ১৪ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় গতকাল ঘেরাও করেন বিমানের সিবিএ নেতৃত্বাধীন শ্রমিকরা। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা কার্যালয় ঘেরাও করে রাখেন তারা। দাবি মানা না হলে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার বিমানের বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ও ঘেরাওয়ের হুমকি দেন আন্দোলনকারীরা।

বিমানের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মশিকুর রহমান বলেন, ইউনিফর্ম, চিকিত্সা সুবিধা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ বীমা, ৮৫৬ জন শ্রমিকের চাকরি স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। দাবি মানা না হলে বৃহস্পতিবার বোর্ড চেয়ারম্যানের কার্যালয় ঘেরাও করা হবে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা থেকে বিমানের কর্মীরা প্রধান কার্যালয় বলাকা ভবনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে সবাই একসঙ্গে ভারপ্রাপ্ত এমডি মোসাদ্দেক আহমেদের কক্ষ ঘিরে ফেলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের নেতৃত্বে গত ২৫ জুন আন্দোলন শুরু করেন এয়ারলাইনসের কর্মীরা। ওই দিন বলাকা ভবনের নিচতলায় বিক্ষোভ সমাবেশ করে ৩০ জুন এমডির কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— শতভাগ মেডিকেল ভাতা প্রদান, ক্যাজুয়ালদের চাকরি স্থায়ী করা, কাজ-আহার ভাতা বৃদ্ধি, পার্সোনাল পে বেতনের সঙ্গে সমন্বয় করা, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মীদেরও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসের কর্মীদের সমান সুবিধা প্রদান। সেই সঙ্গে সরকার ঘোষিত সময়েই মহার্ঘ্য ভাতা প্রদানের দাবি জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে ইউনিফর্ম ভাতা চালু, আহার ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করেছিলেন। আন্দোলনের একপর্যায়ে তারা বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। দাবি বাস্তবায়নে তারা কর্মবিরতি ও ধর্মঘটের মতো কঠোর আন্দোলনে যান। আন্দোলনকারীদের থামাতে তত্কালীন বিমানমন্ত্রী ফারুক খান ওই সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.