মালয়েশিয়া এয়ারলাইনসের মুনাফা বেড়েছেসাম্প্রতিক সময়ে মালয়েশিয়া এয়ারলাইনসের মুনাফা বেড়েছে। আসন ও যাত্রাপথের বিপরীতে কোম্পানির আয় ১০ শতাংশ বেড়েছে। গত বছর পুনর্গঠন হওয়া এই মালয়েশিয়া এয়ারলাইনসের প্রবৃদ্ধি অর্জন হলো বলে মনে করছে সংশ্লিষ্টরা। ২০১৪ সালে দুর্ঘটনা ও গোলার আঘাতে পর পর দুটি উড়োজাহাজ হারায় এই কোম্পানি। এরপর কোম্পানিটি বেসরকারিকরণের সিদ্ধান্ত নেয়া হয়। কুয়ালালামপুরের বিনিয়োগ বিভাগ তখন মালয়েশিয়া এয়ারলাইনস কিনে নেয়। ২০১৬ সালের মধ্যে গতিসঞ্চার করবে বলে প্রত্যাশা করে। কয়েকটি লোকসানি রুটে কার্যক্রম অব্যাহত রেখে ফ্লাইট কমাতে এমিরেটসের সঙ্গে চুক্তি করে। ইতোমধ্যে উড়োজাহাজ বহরে কয়েকটি এয়ারবাস সংযোজন করার চিন্তা-ভাবনা চলছে। এর ফলে আরো মুনাফা বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আরও খবর