সিরিয়ায় গৃহযুদ্ধে সহিংসতা ৮০ থেকে ৯০ শতাংশ কমেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জাতিসংঘের তৎপরতায় যুদ্ধবিরতি শুরু হলেও তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তারপরও বড় পরিসরে সহিংসতা কমে এসেছে।
আলজাজিরা অনলাইনের এক খবরে শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জন কেরি সিরিয়ায় যুদ্ধের তীব্রতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার দাবি করেন। তিনি আরো জানান, শনিবারের পর সিরিয়ার যুদ্ধপরিস্থিতি নিয়ে আম্মান ও জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পর্যবেক্ষকদের বৈঠক বসার কথা রয়েছে।
কেরি বলেন, ‘সব কিছুই (সহিংসতা) ৮০ থেকে ৯০ শতাংশ কমে এসেছে, যা খবুই তাৎপর্যপূর্ণ। আমরা এই প্রশমন ধরে রাখতে কাজ করে যেতে চাই।’
তবে কেরি সতর্কতা উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পরিস্থিতর সুবিধা নিতে জেনেভা শান্তি আলোচনার সুযোগ নিতে পারেন না। কারণ অন্যরা যুদ্ধবিরতি মেনে চলছে।
সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠী উচ্চতর সমঝোতা কমিটি বলেছে, তারা সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় বসবে। কিন্তু প্রেসিডেন্ট আসাদ যুদ্ধবিরতির অবস্থার সুযোগ নিয়ে যুদ্ধ আরো জোরদার করার পরিকল্পনা করছেন।