এভিয়েশন নিউজ: বেসরকারি খাতের নবম এয়ারলাইনস হিসেবে চলতি মাসেই যাত্রা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ১৫-১৭ জুলাইয়ের মধ্যেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইনসটি। প্রপেলার ইঞ্জিনচালিত দুটি উড়োজাহাজ এরই মধ্যে বহরে যুক্তও করেছে তারা।
ইউএস-বাংলা এয়ারলাইনসের বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এয়ার অপারেটর সার্টিফিকেশনের (এওসি) জন্য বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। চলতি সপ্তাহেই এওসি পাওয়া সম্ভব হবে বলে আশা করছি। আর এওসি পেলেই ফ্লাইট চালুর চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হবে।’
তিনি বলেন, ‘১৫-১৭ জুলাইয়ের মধ্যে যে কোনো একদিন অভ্যন্তরীণ রুটের ফ্লাইট শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী। পরবর্তী সময়ে রিজিওনাল বিভিন্ন আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।’
জানা গেছে, প্রাথমিকভাবে ৭৬ আসনের দুটি ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজ কিনেছে প্রতিষ্ঠানটি। এর প্রথমটি গত ২৩ মে ও দ্বিতীয়টি ২ জুন তাদের বহরে যুক্ত হয়েছে। ড্যাশ-৮-কিউ-৪০০ প্রপেলার ইঞ্জিনচালিত উড়োজাহাজটি মধ্যম পাল্লার দূরত্বে যাতায়াতে সক্ষম। কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন এয়ারলাইনসে এটি বেশ জনপ্রিয়। এর প্রধান কারণ ছোট রানওয়েতে উড়োজাহাজটি সহজে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। এছাড়া জ্বালানিসাশ্রয়ী উড়োজাহাজ হিসেবে এটি বিশেষভাবে সমাদৃত। উড়োজাহাজটির আরেকটি বিশেষত্ব হচ্ছে, কেবিনের ভেতরে শব্দ কম শোনা যায়। ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজটিতে ছয়টি বিজনেস ক্লাসের আসনও থাকবে। পাশাপাশি উড়োজাহাজটির দুটি দরজা ও কার্গো স্পেস বেশি।
এদিকে এয়ারলাইনস হিসেবে কার্যক্রম চালুর জন্য গত বছরের ১১ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন বিভাগ থেকে অনাপত্তি (এনওসি) সনদ পায় ইউএস-বাংলা এয়ারলাইনস। বৈমানিক ও ফার্স্ট অফিসার নিয়োগ দেয়ার প্রক্রিয়াও শেষ করেছে তারা। এরই মধ্যে অভ্যন্তরীণ রুটে দৈনিক নয়টি ফ্লাইট চালুর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে এয়ারলাইনসটি। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম রুটে দৈনিক পাঁচটি, ঢাকা-যশোর রুটে দৈনিক দুটি, ঢাকা-সিলেট রুটে দৈনিক একটি ও ঢাকা-কক্সবাজার রুটে দৈনিক একটি ফ্লাইট চালাবে ইউএস-বাংলা এয়ারলাইনস।