শাহজালাল বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে অর্থায়ন করবে জাইকা

বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল নির্মাণে অর্থায়ন করবে জাইকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের চুক্তি হয়েছে। জাপানি দাতা সংস্থা জাইকা দেশের প্রধান বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করবে।

গতকাল বুধবার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হক। অনুষ্ঠানে মো. মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে উজ্জ্বল অংশ হয়ে থাকবে। প্রতিমন্ত্রী বলেন, দেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হতে এগিয়ে চলছে। জনবান্ধব এভিয়েশন খাত গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কাজ করে চলছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.