ইলিশ মাছ নিয়ে নোবেল বিজয়ীর বাসায় নুসরাত

ইলিশ মাছ নিয়ে নোবেল বিজয়ীর বাসায় নুসরাত।

এবার অর্থনীতিতে নোবেল পেয়েছেন ভারতের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার রাতে ভারতের রাজধানী দিল্লিতে আসেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে কলকাতায় নিজের বাড়িতে যান। এ খবর পেয়ে গতকাল বুধবার ইলিশ নিয়ে বালিগঞ্জে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাসায় হাজির হন ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়িকা ও সাংসদ নুসরাত জাহান।

কলকাতার বালিগঞ্জে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। মায়ের সঙ্গে দেখা করতে নিজ বাড়িতে এসেছেন তিনি। তার মা অধ্যাপক নির্মলা মুখোপাধ্যায় অর্থনীতির অধ্যাপক। প্রয়াত বাবা দীপক বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রেসিডেন্সি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান। সংবাদমাধ্যমে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মায়ের সাক্ষাৎকার পড়ে নুসরাত জাহান জানতে পারেন— নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দারুণ পছন্দ ইলিশ।

তারপর নুসরাত তার সংসদীয় এলাকায় খোঁজ করেন বড় সাইজের ইলিশের। পেয়েও যান আড়াই কেজি ওজনের একটি ইলিশ। ইলিশের সঙ্গে কিছু গলদা চিংড়ি যোগ করে বরফের বাক্সে প্যাকিং করে হাজির হন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তার মায়ের সঙ্গে কথা বলেন নুসরাত জাহান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.